মানিকগঞ্জের সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হাতকড়াসহ সন্দেহভাজন দুই মোটরসাইকেল চোর পালিয়ে যাওয়ার ঘটনায় দুই পুলিশ সদ্যকে প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন, সাটুরিয়া থানার পুলিশ কনস্টেবল রাকিব হোসেন ও শহিদুল ইসলাম। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দায়িত্বে অবহেলার কারণে তাদেরকে সাটুরিয়া থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পলাতকদের ধরার জোর চেষ্টা চলছে।
মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় গতকাল সাটুরিয়ার ধানকোড়া এলাকায় শাহ আলম ও রাজীবকে স্থানীয়রা আটক করে গণপিটুনি দেয়। পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে দুজন কনস্টেবল তাদের পাহারা দিচ্ছিলেন। পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়াসহ তারা পালিয়ে যান।
Tags
মানিকগঞ্জ