রাজধানীর দারুস সালাম থানাধীন এলাকা হতে মানব পাচারকারী চক্রের ৩ নারীসহ ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪।
জানা গেছে, গত ২৯ ডিসেম্বর ২০২১ তারিখে একজন ভিকটিমের মা ও মামা অধিনায়ক, র্যাব-৪ কে মোবাইলে কল করে জানায় যে, ভিকটিমকে পার্শ্ববর্তী দেশে মিডিয়া জগতে কাজ করার কথা বলে ২৯ ডিসেম্বর এর যে কোন সময় পাচার করে দিবে এবং তারা ভিকটিমকে উদ্ধারে র্যাবের সহযোগীতা চায়।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ২৯ ডিসেম্বর রাত ১১.০০ ঘটিকায় ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন রেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে পার্শ্ববর্তী দেশ ভারতে দীর্ঘদিন ধরে মানব পাচার করে আসছিল এ রকম একটি পাচারকারী চক্রের মূলহোতাসহ ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলো, (ক) মোঃ সেকেন্দার হোসেন (৩৫), জেলা-ঢাকা (খ) মোঃ আসাদুজ্জামান ওরফে আকাশ (২৮), জেলা-যশোর (গ) নুর মোহাম্মদ ওরফে আলীফ (২৮), জেলা-নরসিংদী (ঘ) মোসাঃ বুলবুলি বেগম (২২), জেলা- যশোর (ঙ) রুবি আক্তার (৩১), জেলা-নেত্রকোনা (চ) কলি আক্তার (২০), জেলা-নেত্রকোনা।