মানিকগঞ্জে বন্ধুকে হত্যার দায়ে আরেক বন্ধুর মৃত্যুদণ্ড





মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় উত্তম আকাশ আলিফ হত্যা মামলায় ইমরান ওরফে বিশু (২৫) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডিত ইরমান ওরফে বিশু উত্তম আকাশ আলিফের বন্ধু ছিলেন।

উত্তম আকাশ আলিফ মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ী এলাকার আব্দুল আলিমের ছেলে। তিনি ঢাকার নিউ মার্কেট এলাকায় একটি ছাপাখানায় কাজ করতেন। দণ্ডিত ইরমান ওরফে বিশু সিংগাইর উপজেলার চর-গোলড়া এলাকার জামাল মোল্লার ছেলে।

এজহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে দুই বন্ধু আড্ডা দেওয়ার সময় উত্তম আকাশ আলিফের সঙ্গে ইমরান ওরফে বিশুর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইমরান তাঁর প্যান্ট থেকে বেল্ট খুলে উত্তম আকাশ আলিফের গলায় পেঁচিয়ে ধরে। পরে তাঁকে শ্বাসরোধে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পর দিন ১৮ ফেব্রুয়ারি সকালে সিংগাইর উপজেলার চর-গোলড়া এলাকা থেকে উত্তম আকাশ আলিফের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে সিঙ্গাইর থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তম আকাশ আলিফের মরদেহ অজ্ঞাত অবস্থায় উদ্ধার করে। তাৎক্ষণিক পরিচয় না পাওয়ায় ১৮ ফেব্রুয়ারি রাতে সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাদি হয়ে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা আলমগীর হোসেন তদন্ত শেষে নিহতের পরিচয় শনাক্ত করে ঘটনার সঙ্গে জড়িত থাকায় ইমরান বিশুকে গ্রেপ্তার করে। এরপর ২০২০ সালের ৬ জুন ইমরান বিশুর বিরুদ্ধে আদালতে চাজর্শিট (অভিযোগপত্র) দাখিল করেন।

মামলায় ১৮ জনের সাক্ষ্যগ্রহণের পর উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে দোষী প্রামাণিত হওয়ায় বিচারক ইরমান বিশুকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) মথুর নাথ সরকার রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী আফরাফ উদ্দিন আহম্মেদ উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post