দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মানিকগঞ্জের ঘিওর উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল আলীম খান মনোয়ারকে দল থেকে বহিষ্কার করেছে।
আজ বুধবার (৮ জানুয়ারি) মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা ও সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ'র যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ও ঘিওর উপজেলা বিএনপির লিখিত আবেদনের প্রেক্ষিতে ঘিওর উপজেলা বিএনপি সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল আলিম খান মনোয়ারের সহ-সভাপতির পদসহ সকল দলীয় পদ স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে দলীয় পদ স্থগিত ব্যক্তির অপকর্মের দায় দায়িত্ব সংগঠন বহন করবে না। বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে তাহার সাথে সাংগঠনিক সম্পর্ক থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।