মানিকগঞ্জঃ মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী তনুশ্রী হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘দফা এক দাবি এক’ স্লোগান নিয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।
মানববন্ধনে শেষে শিক্ষার্থীরা তুনশ্রী হত্যায় সাত দফা বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন ও একটি স্মারকলিপি দেন পুলিশ সুপারকে।
Tags
মানিকগঞ্জ