ফেরি থেকে পদ্মা নদীতে লাফ দিয়ে নারী যাত্রী নিখোঁজ

 


মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটগামী একটি ফেরি থেকে এক নারী যাত্রী পদ্মা নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আজ বিকেল পৌনে পাঁচটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পাটুরিয়া থেকে ছেড়ে আসা মাঝারি আকারের ফেরিটির নাম ‘বাইগার’। ফেরিতে থাকা কুষ্টিয়াগামী বাস লালন পরিবহনের তত্ত্বাবধায়ক সাইদুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ফেরিটি মাঝ নদীতে পৌঁছার পর ফেরির অগ্রভাগে বাঁ পাশের পকেটের কাছে এক নারী আকস্মিকভাবে পদ্মা নদীতে লাফ দেন। তাঁর পরনে বোরকা ও মাথায় সাদা রঙের স্কার্ফ ছিল। তাঁর আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। ওই নারী কোন পরিবহনের যাত্রী বা কীভাবে ফেরিতে উঠেছিলেন, তা বলতে পারেননি তিনি। ফেরিটি বেলা পৌনে ১১টার দিকে দৌলতদিয়া ঘাটে ভিড়লেও ততক্ষণে পদ্মা নদীতে লাফ দেওয়া ওই নারীর সন্ধান পাওয়া যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, ‘এ ধরনের সংবাদ পেয়েছি। আমাদের লোকজন খোঁজখবর নিচ্ছেন। তবে এখন পর্যন্ত ওই নারীর কোনো সন্ধান পায়নি।’

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (ওসি) ইমরান মাহমুদ বলেন, ‘খবর শুনে নৌ পুলিশের সদস্যরা দৌলতদিয়া থেকে পদ্মা নদীতে খোঁজখবর নিচ্ছেন। এখন পর্যন্ত নিখোঁজ নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি। পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Post a Comment

Previous Post Next Post