গাড়িতে তুলে অপহরণ করাই তাদের পেশা

ভাড়ায় চালিত রেন্ট-এ কারে মিথ্যা রূপ ধারণ করে যাত্রী বহনের অজুহাতে অপহরণ ও মুক্তিপণ দাবি করে অর্থ আদায় করাই তাদের পেশা। এমন ঘটনায় ৪ জন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে গ্রেপ্তারকৃত ৪ জনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন, মামুন রমু (৩৮), নুর ইসলাম (৫২), শাকিল আহমেদ পাপ্পু (৩০), জয়নাল আবেদিন (৩৬)।

জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা সকলেই কেরানীগঞ্জ মডেল থানার বাসিন্দা। এ ঘটনায় একটি প্রাইভেট কার, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি স্টিলের চাকু এবং ৩ হাজার ২০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের হয়েছে। এ সকল আসামিদের বিরুদ্ধে একাধিক থানায় এ ধরনের মামলা রয়েছে। অভিনব কায়দায় গাড়ির মালিক সেজে জনবহুল স্ট্যান্ড থেকে যাত্রী তুলে তাদের কৌশলে অপহরণ ও অর্থ আদায় করাই এই চক্রের পেশা।


 

Post a Comment

Previous Post Next Post