সিংগাইরে ব্যাড মিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

মানিকগঞ্জের সিংগাইরে ইখলাছ উদ্দিন মাদবার স্মৃতি ব্যাড মিন্টন টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) রাত ৯ টার দিকে উপজেলার সিংগাইর পৌরসভা নয়াডাঙ্গী গোমস্তা বাড়ির মাঠে পৌর যুবদলের যুগ্ন সম্পাদক মাহফুজুর রহমান হৃদয়ের আয়োজনে এ ব্যাড মিন্টন টুর্নামেন্টের সভাপতিত্ব করেন সাবেক পৌর কাউন্সিলর মো. আকরাম হোসেন। এসময় সাবেক উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিল্টন মাহমুদ রবিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সিংগাইর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো.জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর মো. গোলাম রব্বানী ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এ্যাড মো.তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুজাহিদ এন্ড সন্স মৌলভীবাজার ঢাকা মো. রাসেল হোসেন, সাবেক পৌর কাউন্সিলর নুরু আলম বাবুল ও আক্তারুজ্জামান সুরুজ,জেলা পরিষদ সদস্য এফ এম রিপন আক্তার ফজলু, পৌর যুবদলের আহবায়ক কাজী আনোয়ার হোসেন, এ্যাড.মোরাদ হোসেন সেলিম,সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.রকিবুল হাসান বিশ্বাস। এ ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ব্যাডমিন্টন খেলায় আহাদ ও মেহেদি গ্রুপের মধ্যে প্রতিযোগিতায় মেহেদি গ্রুপ চ্যাম্পিয়ন হন। পরিশেষে বিজয়ীদের হাতে ১ টি ফ্রিজ ও রানার আপদের হাতে ১টি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন অতিথিরা তুলে দেন।


 

Post a Comment

Previous Post Next Post