সিংগাইর,(মানিকগঞ্জ),প্রতিনিধি: দীর্ঘ দুই মাস ধরে এক ইট ব্যবসায়ীর কাছ থেকে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে এমন অভিযোগ পাওয়া গেছে ইউনিয়ন ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে।
মানিকগঞ্জ সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চকপালপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে মহসিন খান রিপন মিয়া ও আবুল কাশেমের নামে সিংগাইর থানায় বাদী হয়ে আলাউদ্দিন চাঁদাবাজির একটি অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।
চাঁদাবাজ রিপন মিয়া গত ৫ আগস্ট স্বৈরশাসকের পতন হওয়ার পর ব্যপরোয়া ও ফুঁসে উঠেছে বলে জানান এলাকাবাসি। একটির একটি অঘটন ঘটিয়ে আসতেছে দাবি এলাকাবাসির।
এবিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, অভিযোগটি আমি এখনো হাতে পাইনি পেলে অবশ্যই তদন্ত পূর্বক আইগত ব্যবস্থা নেওয়া হবে।