মানিকগঞ্জে নিষিদ্ধ পৌর ছাত্রলীগের দিপু আটকের ৫ দিন পরে মুক্ত



বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জের খালপার ও বাসস্ট্যান্ডে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের ১ নং সদস্য,  দিপুকে বেউথা গ্রাম থেকে আটক সদর থানা।

সেই মামলার জামিনে মুক্তি পেয়েছে পৌর ছাত্রলীগের ১ নং সদস্য,  দিপু।

মুক্তি পাওয়া পরে ধন্যবাদ জানিয়ে স্ট্যাটাস দেই তার আইনজীবী কে।

এই নিয়ে না না সমালচনা চলছে বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীদের মাজে। মানিকগঞ্জের খালপার ও বাসস্ট্যান্ডে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার সাথে সরাসরি জরিত থাকা অপরাধী কি করে মুক্তি পেলো প্রশ্ন তাদের। 

এর আগে চার মাস পালিয়ে থাকার পরে পরিবারের সাথে দেখা করতে এসে গ্রেপ্তার হয় দিপু। 

Post a Comment

Previous Post Next Post