সাংবাদিক : সুজন মাহামুদ
উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলী গ্রামের মদন মোল্লার ছেলে প্রবাসী মান্নান মোল্লা ওই ভবনটি নির্মাণ করছেন। চোখের সামনে খালটি দখল হলেও প্রশাসন কোনো ব্যবস্থাই নিচ্ছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, চান্দহর ইউনিয়নের চান্দহর-সিরাজপুর সড়কের বাঘুলি গ্রামে একটি সরকারি খাল রয়েছে। সেই খালের উপর একটি সেতুর গাইড ওয়ালসহ খালের জমি দখল করে প্রবাসী মান্নান মিয়া বহুতল ভবন নির্মাণ করছেন।
স্থানীয় মো. আব্বাস খান বলেন, এটি সরকারি খাল। একসময় প্রবাহমান ছিল। কৃষি জমির পানি এই খাল দিয়ে বেরিয়ে নদীতে যেত। তবে দখল ও দূষণে খালটি আজ অস্তিত্ব সংকটে পড়েছে।দখলকারীরা প্রভাবশালী হওয়ায় ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্টরা। খালটি যেন দখল না হয় প্রশাসনের কাছে দাবি জানান তিনি।
অবৈধভাবে খাস জমি দখলের বিষয়ে কথা বলতে মান্নান মিয়ার বাড়িতে গেলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। মান্নান মিয়ার মেয়ে জানান, এলাকার অনেকেই খালের মধ্যে বাড়ি নির্মাণ করেছে। সবাই দখল করছে তাই আমরাও করেছি।
সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগ বলেন, সরকারি খাল দখল করে ভবন নির্মাণের সুযোগ নেই। বিষয়টি আমার জানা ছিল না। খাল দখলকারীদের বিরুদ্ধে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Tags
সিংগাইর