আফরোজা খান রিতার সম্মান নষ্ট করতে ফেসবুকে মিথ্যা পোষ্ট।

 


মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি  আফরোজা খান রিতার দিকে  আঙুল তুলে পোষ্ট।

শুক্রবার ১৭ জানুয়ারি রাত ৮ টার দিকে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা আওয়ামী লীগের সাথে ম্যানেজ করে রাজনীতি করে বলে অভিযোগ করে টিটু মির নামের একটি ফেসবুক আইডি। সেই পোষ্ট ট্যাগ করে সিংগাইর বিএনপির নেতা মঈনুল ইসলাম খান শান্তর পেইজকে।  শান্তর পেইজ থেকে সেই পোষ্ট এপ্রুভ ও করে ।


এ ছারাও বিএনপির ৬৩ জন নেতাকে ট্যাগ করে পোষ্টি করে। টিটু মিরের আইডিতে ঘুরে দেখা যায় তিনি বিএনপির কোনো নেতা হবেন এবং শান্তর কর্মী।


ওই পোষ্টে  লেখা ছিল। মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা কিভাবে আওয়ামী লীগের সাথে ম্যানেজ করে রাজনীতি করতে হয় সেটা তিনি শিখিয়ে দিয়েছেন। তিনি কত বড় বিএনপি প্রেমিক নেতা সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন বঙ্গবন্ধু কর্নার করে। বিএনপির অনেক বড় বড় ব্যবসায়ী নেতা আছেন যারা দলের দুর্দিনে মামলা খেয়েছেন হামলা শিকার হয়েছেন জেল খেটেছেন কিন্তু তার প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার করেননি কিংবা হাসিনার সাথে লিয়াজু করেননি। অথচ তিনি অবলীলায় বিএনপি থেকে সর্বোচ্চ পদ বাগিয়ে নিয়ে আওয়ামী লীগের সাথে লিয়াজু করে চলেছে সর্বদা। বিগত পাঁচে আগস্টের পর থেকে মানিকগঞ্জে তার অনুসারীরা জবর দখল চাঁদাবাজি বালু মহল দখল অবৈধভাবে উত্তোলন থেকে শুরু করে এমন কোন কাজ নাই করছে না। কিন্তু তার নামে নিউজ হচ্ছে না কারণ তিনি টাকা দিয়ে সাংবাদিকদের ম্যানেজ করে রাখছেন তার বিরুদ্ধে যাতে কোনরকম নিউজ না হয়। কেন্দ্রের অনেক নেতা তিনি কিনে রেখেছেন যাতে তার বিরুদ্ধে কোনো অভিযোগ দিলে সেই অভিযোগ আমলে না নেয়।


এই পোষ্টের বিষয়ে বিএনপির এক নেতার সাথে মানিকগঞ্জের খবরের কথা হলে তিনি বলেন। এইটা রাজনীতিক কোনো বিষয় না, তার ব্যবসা জন্য সেরা পদক পেয়েছে,এইটা যে সময় যে সরকার থাকে তার হাত থেকে নিতে হয়। এইটা জেলা বিএনপির জন্য আরো ভাল দিক মনে করি এইটা সততার পুরস্কার।

এই বিষয়ে মানিকগঞ্জের খবর খোজ নিয়ে জানতে পারে  এইটার সাথে রাজনীতিক কোনো সম্পর্ক নেই। এইটা একটা মিথ্যা পোষ্ট আফরোজা খান রিতার সম্মান নষ্ট করতে এই পোষ্ট করা হয়েছে।  


নিউজ

নিউজ ভয়েজ:

</!doctype>

Post a Comment

Previous Post Next Post