মানিকগঞ্জ শহরের খানবাহাদুর আওলাদ হোসেন খান স্কুলের প্রধান শিক্ষক মজিদ মোল্লার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
আজ রবিবার দুপুরে স্কুল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা তাদের স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি জানিয়ে তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, আওয়ামী লীগের দালাল বলে স্লোগান দিতে থাকে।
স্কুলের প্রধান শিক্ষক না থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে স্কুলের সহ-কারী প্রধান শিক্ষক এ কে এম তারিকুজ্জামান প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতিবাজ ও অর্থ আত্মসাৎকারী বিষয়ে কিছু না বললেও নারীলোভী ও আওয়ামী লীগের দালাল এ বিষয় অসত্য বলে দাবি করেন তিনি।
Tags
মানিকগঞ্জ