মানিকগঞ্জের শিবালয়ের শিক্ষার্থীরা ৫২ বছর ধরে ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার হচ্ছে। মানিকগঞ্জের সাটুরিয়ার উপজেলার দিঘলিয়া ইউনিয়নের আংগুটিয়া গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের এভাবে সাঁকো পার হয়ে যেতে হয় স্কুলে ।
স্থানীয়রা জানান, আংগুটিয়া গ্রামের ভেতর দিয়ে দুটি খাল বয়ে গেছে। এর মধ্যে একটি খাল পার হয়ে আংগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের। খালটি সরু হওয়ায় স্থানীয়দের সহায়তায় মাটি ভরাট করে শিক্ষার্থীদের আসা-যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বৃষ্টি ও বন্যার কারণে সে বাঁধ ভেঙে যায়।
উপজেলার বিভিন্ন স্থানে অহেতুক সেতু নির্মাণ করা হলেও এ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আসা-যাওয়ার জন্য খালের ওপর ৫২ বছরে একটি সেতু নির্মাণ করা হয়নি বলে অভিযোগ করেন বিদ্যালয়ের শিক্ষকসহ স্থানীয় মানুষ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, আংগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য একাধিকবার দরপত্র আহ্বান করা হয়। কিন্তু অবকাঠামো উন্নয়নের মালপত্র নেওয়ার জন্য সড়ক ও খালের ওপর সেতু না থাকায় বিদ্যালয়টির উন্নয়ন করা সম্ভব হচ্ছে না।
Tags
শিবালয়