মানিকগঞ্জে ১৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক



র‌্যাব-৪ সাভার ক্যাম্পের একটি টিম মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকার মহাসড়ক অভিযান চালিয়ে দেড়শো বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) র‌্যাব-৪ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মাদক কারবারিরা একটি মোটরসাইকেল যোগে ফেনসিডিল নিয়ে চুয়াডাঙ্গা থেকে পাটুরিয়া ফেরিঘাট পাড় হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। 

এই তথ্যের ভিত্তিতে এদিন দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মহাদেবপুর বাসস্ট্যান্ডের উত্তর-পূর্ব পাশে অভিযান চালিয়ে মোটরসাইকেল আরোহীদের আটক করেন। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া এলাকার আব্দুর রউফ গোয়ালের ছেলে মো. আজিম (৪৫) ও একই জেলার সদর উপজেলার আলোকদিয়া এলাকার মো. মধূ মিয়ার ছেলে মো. শিমুল মিয়া (১৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা তাদের অপরাধ স্বীকার করছেন।

মেজর জেলিস মাহমুদ দৈনিক ভোরের কাগজকে জানান, দুই মাদক কারবারিসহ অভিযানে দেড়শো বোতল ফেনসিডিল, একটি পালসার মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য এবং অভিযুক্তদের বিরুদ্ধে শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলমান রয়েছে।


Post a Comment

Previous Post Next Post