মানিকগঞ্জের সাটুরিয়া হাটে অভিযান চালিয়ে ৭০ কেজি জাটকা জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।
আজ বৃহস্প্রতিবার দুপুরে সাটুরিয়া হাটের মাছ বাজারে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করে ভ্রাম্যমান আদালত।
এ সময় জাটকা বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) জাটকা জব্দ ও দুই বিক্রেতা কদু বেপারীর পুত্র মো: মোশারফ বেপারী ও মোন্নাফ বেপারীর পুত্র সোহেল কে ১০ হাজার টাকা জরিমানা করেন।
সাটুরিয়া উপজেলা মৎস কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা জানায়, ইলিশ রক্ষার স্বার্থে নিষিদ্ধ জাটকা বিক্রি রোধে আমরা কঠোর অবস্থানে। গোপন সংবাদ পেয়ে অভিযান চালাই এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭০ কেজি জাটকা জব্দ ও দুই বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত জাটকা স্থানীয় মাদ্রাসায় ও এতিমখানায় বিতরণ করা হয়।