ঢাকার ধামরাইয়ে বিয়ের দাবিতে প্রেমিক স্কুলছাত্রের বাড়িতে অনশন করছেন এক কলেজছাত্রী। উপজেলার আমতা ইউনিয়নের মুনসিচর গ্রামের মোহাম্মদ সোহেল রানা ওরফে রাজা মিয়ার বাড়িতে শনিবার সকাল ৯টা থেকে ওই কলেজছাত্রী এ অনশন শুরু করেছেন। তার দাবি, রাজা মিয়ার ছেলে স্কুলছাত্র আরিফ হোসেনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে।
কলেজ ছাত্রীর নাম উর্মী আক্তার। তিনি মানিকগঞ্জ মধ্য জয়রা মহল্লার বাসিন্দা মোহাম্মদ ফজর আলীর মেয়ে। স্থানীয় রেসিডেনসিয়াল কলেজের ছাত্রী তিনি।
প্রেমিকের বাড়ির সামনে গেলেই আরিফ দৌড়ে পালিয়ে যায় বলে দাবি করছেন ওই কলেজছাত্রী।
উর্মি জানান, দেড় মাস আগে তার ভাই ওসমানের বিয়ে হয় আরিফের বাড়ির পাশে। বিয়ের সময় আরিফের সঙ্গে পরিচয় হয় তার, যা খুব দ্রুতই প্রেমে রুপান্তর হয়। একপর্যায়ে তাদের মাঝে দৈহিক সম্পর্ক হয়। এরপর থেকেই তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় আরিফ। এর জেরে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশনে বসেছেন উর্মি। বিয়ে না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন এ কলেজছাত্রী।
উর্মি বলেন, ‘আমি অনশনে বসার পর আরিফের পরিবারের সদস্যরা আমাকে বিতাড়িত করার চেষ্টা করেছেন।’
এদিকে অনশনের খবরে আরিফের বাড়িতে ভিড় করছে স্থানীয়রা। এ বিষয়ে ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. সোহেল রানা। তিনি বলেন, ‘ছেলের চেয়ে ওই মেয়ের বয়স অনেক বেশি। কাজেই এ অসম প্রেম ও বিয়ে আমি মেনে নেব না। আমার যা যা করণীয় আমি তা করব।’
এ বিষয়ে কাউলিপাড়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুর আলম বলেন, ‘এ নিয়ে লিখিত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।