মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে ছেলের আত্মহত্যা

 

সাটুরিয়ায় মার চিকিৎসা করার টাকা জোগাড় করতে না পারায় ছেলে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) ভোর রাতে আত্মহত্যা করেছে। উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের রাইল্লা গ্রামের আনোয়ার হোসেন (৫৫)  নিজ বসতবাড়ির রুমে ফ্যানের হ্যাঙ্গার এর সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। সেই রাইল্লা গ্রামের মৃত কিয়াজ উদ্দিনের পুত্র।

বিষয়টি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম নিশ্চিত করে বলেন, আনোয়ার হোসেন সোমবার রাত আনুমানিক ০২:৪০  হতে ০৩:১০ ঘটিকার মধ্যে যেকোনো সময় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে আমার ফোর্স পাঠিয়ে তার মরদেহ উদ্ধার করেছি।

পুলিশ ও এর প্রতিবেশীরা প্রাথমিকভাবে ধারণা করছে আনোয়ার হোসেনের মাতা সেতেরা বেগম, দীর্ঘদিন যাবত ডায়াবেটিসে ও হার্ট এর রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তার মার চিকিৎসা বাবদ অনেক টাকা প্রয়োজন। মার চিকিৎসার টাকা জোগার করতে না পারায় মানুসিক যন্ত্রণায় আক্রান্ত হয়ে বসত ঘরের রুমের ফ্যানের হ্যাঙ্গার এর সাথে রশি পেচিয়ে আত্মহত্যা করেন।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানোর পক্রিয়া চলছে।

Post a Comment

Previous Post Next Post