সিংগাইরের জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চনগরে ফিল্মি স্টাইলে পরকিয়া প্রেমীক আটক


 সিংগাইরের জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চনগরে ফিল্মি স্টাইলে আটককৃত এক লম্পটকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ 


সিংগাইরের জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চনগরে গত রাতে এক গৃহ বধুর সাথে অনৈতিক সম্পর্কের জেরে আটক হওয়া তাছিম(২২),পিতা আলমগীর  নামের এক লম্পটকে সকালে বাড়ীঘর ভাংচুর ও মারপিট করে ফিল্মি স্টাইলে নিয়ে গেছে স্বজনরা।

 

অভিযোগ থেকে জানা যায়,মাস কয়েকমাস ধরে লম্পট তাছিমের সাথে ভোক্তভোগীর প্রবাসী মেজ ছেলের বউয়ের সাথে অবৈধ সম্পর্কের বিষয় টের পান বাহারুল।

গতকাল ৫ই মার্চ  বুধবার রাত ২ টার সময় গৃহবধুর ঘরে পরপুরুষের উপস্থিতি টের পেলে লোকজন ঢেকে আটক করা হয়।

স্থানীয় ৪নং ওয়ার্ড মেম্বার আঃকুদ্দুস জানান,"আটকের পর আমি ঘটনাস্থলে গিয়ে ছেলের অভিভাবক পক্ষকে ডাকালে সবার সম্মতিতে সকালবেলা আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তে রেখে যাই।কিন্তুু সকালবেলা লম্পট তাছিমের পক্ষের লোকজন ঘরবাড়ী ভাংচুর ও বাড়ীর লোকজনকে মারপিট করে লম্পটকে ছিনিয়ে নিয়ে যায়।"

জামির্ত্তা ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক বলেন,"বিষয়টি আমাদের কাঞ্চননগরবাসীর জন্য লজ্জার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।"

এ বিষয়ে ভোক্তভোগী শ্বশুড় বাহারুল বাদী হয়ে সিংগাইরথানায় আলমগীর(৫০),ফয়সাল(২৫),শাহীন(৪৫), সবুজ(৩০),শরিফুল(২০),আইয়ুব আলী(৭০) 

সহ ৭ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Post a Comment

Previous Post Next Post