মানিকগঞ্জের সিংগাইরে ১৯ বছর বয়সী এক তরুনী কে বিয়ের প্রলোভন দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে দুই বন্ধু মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বায়রা ইউনিয়নের মাথাভাঙা (কালীনগর) গ্রামে।
এ ঘটনায় বৃহস্পতিবার ( ৬ মার্চ) ভিকটিমের মা বাদী হয়ে ঘটনার সাথে জড়িত উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে কাওছার(২৩) ও সহযোগী পার্শ্ববর্তী বায়রা ইউনিয়নের বাইমাইল গ্রামের হুছেন আলীর ছেলে হৃদয়(২৪) কে সহ অজ্ঞাতনামা আরো ২-৩ জনকে আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।
ভিকটিম ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রেম ভালবাসার সম্পর্কের জের ধরে গত রবিবার সন্ধ্যার পর অভিযুক্ত কাওছার বিয়ের কথা বলে বাড়ি থেকে রাস্তায় ডেকে নেয় ওই তরুণীকে। তারপর কৌশলে কাওছার ও তার বন্ধু হৃদয় ভিকটিমকে বায়রা ইউনিয়নের কালীনগর মাথাভাঙা চকে ফরিদ দেওয়ানের পুকুরের উত্তর-পূর্ব কোণায় নির্জন চালায় (পাড়ে)নিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই সেখানে দু'জন মিলে জোরপূর্বক ধর্ষণ করে তাকে। সুযোগ বুঝে চিৎকার করে দৌড়ে গিয়ে পার্শ্ববর্তী এক বাড়িতে আশ্রয় নিলে সেখান থেকেও টেঁনে হিচড়ে নিয়ে যায়। এ সময় ভিকটিমের কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণলংকার লুটে নেয় অভিযুক্তরা।
এব্যাপারে জানতে অভিযুক্ত কাওসার ও হৃদয়ের মুঠো ফোনে কল করলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।