জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ মার্চ) সকালে মানিকগঞ্জ পৌঁরসভার নবগ্রাম এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের মানিকগঞ্জ জেলার সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম এই মিছিলের নেতৃত্ব দেয়।
পরে তার ব্যবহৃত ব্যক্তিগত ফেসবুক আইডি থেকেও মিছিলের ছবি এবং ভিডিও প্রকাশ করা হয় এবং পরে বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে তা শেয়ার করা হয়েছে।
এ সময় শেখ হাসিনা ফিরবে বাংলাদেশ আসবে স্লোগানসহ দলীয় স্লোগান দেন নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীরা।
বিষয়টি উদ্বেগের জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার আহবায়ক ওমর ফারুক বলেন, নিষিদ্ধ সংগঠন দিনের আলোয় প্রকাশ্যে মিছিল করে এতেই বোঝা যায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক। যারা মিছিল করেছে প্রত্যেকের নামে মামলা এবং এরা নিষিদ্ধ সংগঠন। আমরা চাই প্রশাসন অতি দ্রুত এদের গ্রেফতার করুক। এ সংগঠন পরবর্তীতে জেলায় কোথাও তাদের অবস্থান জানান দিতে চাইলে আমরা শিক্ষার্থীরা শক্ত হাতে তাদের প্রতিরোধ করবো। প্রশাসনের নীরবতাই এর জন্য দায়ী, প্রশাসনকে জবাবদিহিতা করতে হবে।
Tags
মানিকগঞ্জ